ঢাকা, শনিবার, ১৮ মে, ২০২৪

অতিরিক্ত ভাড়া নিলেই বাসের রুট পারমিট বাতিল করা হবে

অতিরিক্ত ভাড়া নিলেই বাসের রুট পারমিট বাতিল করা হবে, বলেছেন সড়ক পরিবহন সচিব মো. নজরুল ইসলাম। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এ সময় বেশি ভাড়া নিলে বাসগুলোকে ‘ডাম্পিং’ করা হবে বলেও জানান তিনি।


নজরুল ইসলাম বলেন, বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য বিআরটিএ ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনিটর করা হচ্ছে। যা চলমান থাকবে।


তিনি বলেন, সরকার নির্ধারিত নতুন ভাড়ার বেশি আদায়ের অভিযোগ পেলে আপাতত আর্থিক জরিমানা ও বাড়তি ভাড়ার টাকা যাত্রীদের ফেরত দেওয়া হচ্ছে। এরপরও বাড়তি ভাড়া নিলে বাসকে ডাম্পিং করাসহ রুট পারমিট বাতিল করব।

ads

Our Facebook Page